ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রাসেল হোসেন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর মেইন পিলারের ভিনুয়া-মাদারী এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন হরিপুর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়নের হরিপুর সদর গ্রামের নিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক চারটার দিকে রাসেলসহ কয়েকজন ব্যক্তি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তারা কাঁটাতারের সন্নিকটে পৌঁছালে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাসেল ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ঘটনার পর তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে থাকলে বিএসএফ সদস্যরা লাশটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
দিনাজপুরে অবস্থিত ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ইতোমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।