হরিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

35
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১ নম্বর গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার নির্দেশনায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাওয়া ৪৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু সালে চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন হামিদ, জামায়াতের প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল আটঘরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সহিংসতা, ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং তাদের ঘরবাড়ি ভস্মীভূত হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আরও সহায়তা অব্যাহত থাকবে এবং যেকোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে সরকার।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী ছাত্র মতিউরের দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের
পরবর্তী নিবন্ধহরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত ও আহত এক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন