রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন

1
রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
print news

প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে এবার রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাসম্পন্ন বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে শেখ মইনউদ্দিনকে নির্বাহী ক্ষমতা প্রদান করা হলো। এর ফলে তিনি এখন একযোগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উপদেষ্টাকে সহায়তা করতে ড. শেখ মইনউদ্দিনকে একই ধরনের ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ—এই তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন