ঘুষ কাণ্ডে সরাইল হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

0
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানা
print news

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমানসহ ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) তাদেরকে থানার দায়িত্ব থেকে সরিয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান থামিয়ে টহল পুলিশের সদস্যরা চালককে আটকান। পরে ‘অবৈধ পণ্য পরিবহনের’ অভিযোগে গাড়ি থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তারা। এই ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচার হলে পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি মামুনুর রহমান, এএসআই পিপলু বড়ুয়াসহ ছয়জন সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই সজীব মিয়া।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি দেখছেন। তদন্ত শেষে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধরেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন