নদী ও প্রকৃতি সুরক্ষায় নাগরিক সংলাপ আয়োজনে তরী বাংলাদেশ

64
print news

আজ ১৭ ফেব্রুয়ারি তরী বাংলাদেশ আয়োজিত  নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারস্থ  ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এম এ মালেক চৌধুরী।


সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় গুলো নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন পরিবেশ দূষণের  অন্যতম প্রধান কারণ হলো পলিথিন।  ব্যবহৃত বর্জ্য ও পলিথিন যত্রতত্র ফেললে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয় গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।পলিথিন অপচনশীল হওয়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং নদীর নাব্যতা।  পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইন প্রয়োগ করে বন্ধ করার দাবি জানান বক্তারা।


বক্তারা তাদের আলোচনায় পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন। সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। বক্তব্য রাখেন তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ।, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহাররঞ্জন সরকার, কবির হোসেন কানু, আজিজুল হক, নাফিজ আহমেদ সেলিম, মো. রুবেল মিয়া, এহতেশাম চৌধুরী জনি প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে বিমানের বাংলাদেশ এর রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন