হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুর উপজেলা আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা: আসিয়া বেগম। তিনি কলস প্রতীকে ৩৬ হাজার ২১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিপুর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: মোকাররম বাবলী (হাঁস ) প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৯৩ ভোট।