
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শরীফ হাসান (৩৪) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। একই ঘটনায় মিষ্টার (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শরীফ হাসান হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আহত মিষ্টার একই উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের হক মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে শরীফ হাসান মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় বেলুয়া গ্রামের হুমায়ুনের বাড়ির সামনে পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা মালবাহী মহেন্দ্র গাড়ির ধাক্কায় পড়ে যান। গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা মিষ্টার গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহত শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করেছেন।