হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক সময় ব্যাপকভাবে হলুদের চাষ করা হলেও কম দামের কারণে কৃষকরা এই ফসল থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এখন বাণিজ্যিকভাবে হলুদের চাহিদা এবং বাজারে ভালো দাম থাকায় আবারও হলুদ চাষে ফিরে আসছেন কৃষকরা।
মিনাপুর গ্রামের কৃষক জুয়েল জানান, বর্তমানে শুকনা হলুদের সুটি প্রতি কেজি ২৯০ টাকায় এবং হলুদের গুড়া ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছরের জন্য তিনি এক বিঘা জমিতে হলুদের চাষ করেছেন।
হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হোসেন বলেন, “এ বছর উপজেলায় অনাবাদি ও পতিত জমিসহ প্রায় ২৫ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। হলুদের আয়ুকাল এক বছর এবং বেলে দোআঁশ ও ছায়াযুক্ত জমি হলুদের জন্য উপযুক্ত। প্রতি হেক্টরে গড়ে ৪ দশমিক ৮ মেট্রিক টন ফলন হতে পারে।”
বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল চাষের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান কৃষি অফিসার।