হরিপুরে ফুলকপির বাম্পার ফলন, চাষীদের মুখে স্বস্তির হাসি

44
হরিপুরে ফুলকপির বাম্পার ফলন, চাষীদের মুখে স্বস্তির হাসি
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফুলকপির বাম্পার ফলন কৃষকদের মাঝে এনে দিয়েছে স্বস্তির হাসি। বাজারে ফুলকপি এখন প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা চাষীদের জন্য যেমন লাভজনক, তেমনি আশার আলো জাগিয়েছে।

হরিপুর উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে এ বছর প্রায় ১৫ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। টেংরিয়া গ্রামের কৃষক নজরুল বলেন, “এই মৌসুমে আমি সাড়ে তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি, এবং ফলন বেশ ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রতিকেজি ফুলকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা অত্যন্ত সন্তোষজনক। এবার এই জমিতে ফসল তোলার পর ভুট্টা চাষের পরিকল্পনা করছি।”

কলোনি পাড়ার কৃষক আমির জানালেন, “এক বিঘা জমিতে ফুলকপি চাষে ৩০ হাজার টাকা খরচ করে ৫০ হাজার টাকা লাভ করতে পেরেছি। এভাবে লাভবান হওয়া সত্যিই আনন্দের।” তার বাগান গ্রামের কৃষক রেজাবুলও জানান, তিনি দুই বিঘা জমির ফুলকপি বিক্রি করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা আয় করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন জানান, “ফুলকপি একটি শীতকালীন সবজি, যা বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। কম সময়ে কম খরচে ভালো লাভ পাওয়া যায় বলে এ অঞ্চলের কৃষকদের মধ্যে ফুলকপি চাষের প্রতি আগ্রহ বাড়ছে। কৃষকদের আরও দক্ষ করে তুলতে আমরা নিয়মিত প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছি।”

ফুলকপির বাম্পার ফলন এবং সঠিক দাম পাওয়ায় কৃষকরা তাদের ভবিষ্যৎ চাষাবাদ পরিকল্পনায় নতুনভাবে আশাবাদী হয়ে উঠেছেন, যা হরিপুরের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে আবারও হলুদ চাষে ফিরেছে কৃষক
পরবর্তী নিবন্ধপলিথিন বন্ধে জনসচেতনতায় তরী বাংলাদেশ এর লিফলেট বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন