সোমবার, ১১ নভেম্বর ২০২৪: ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়া আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচিতে ফুল, ফল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম একটি সমন্বিত উদ্যোগ, যা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে গঠিত। সংগঠনটি রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন, অহিংস রাজনৈতিক চর্চা, নারী শিক্ষা, বাল্য বিবাহ রোধ ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালাচ্ছে সংস্থাটি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়া এর সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আবুজাফর মোহাম্মদ আরিফ হোসেন, প্রফেসর মোশারফ হোসেন (সাবেক সভাপতি, তাঁতী দল), জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লাভলু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাঈদ হাসান সানি, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা নবীনদলের সভাপতি মো. শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জেমি হৃদয়সহ আরও অনেকে।
এছাড়াও সামাজিক সংগঠন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ এবং সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, মো. মনির হোসেন ও সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।