জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০ তম জন্ম দিন পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পল, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান, সম্পাদক এস এম আলমগীর,মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, থানার ওসি তাজুল ইসলাম, শিক্ষা অফিসার রাইহানুল হক মিঞা প্রমুখ।
- – জহরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি