হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (১ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজনের সমাপ্তি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী স্টলের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শামসুল হক, দামোল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী, হরিপুর সরকারি মোসলেমউদ্দিন কলেজের প্রভাষক নিলুফা সরকার, খোলড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম এবং হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মনোভাব বিকাশে উৎসাহিত করেন।