
পরিবেশ সচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা। রবিবার (১৪ জুলাই) সকালে শহরের পৌর মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলা চলবে ২৩ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন রেঞ্জ বন কর্মকর্তা মো. শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী অন্তত একটি করে গাছ লাগান—এটাই হোক আজকের অঙ্গীকার।”
মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা প্রদর্শন ও বিক্রয় চলছে। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।