হরিপুরে সড়কের পাশে স্কুল- ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা স্কুলে নেই কোনো প্রাচীর।

6

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধীরগঞ্জ-যাদুরানী হাট গামী পাকা সড়কের পাশে নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কোনো সীমানা প্রাচীর(বাউন্ডারী ওয়াল) না থাকায় সড়কের পাশে স্কুল মাঠে জীবন ঝুঁকি নিয়ে খেলাধুলা করছে শিশু শিক্ষার্থীরা এতে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ ছাড়াও ওই বিদ্যালয়ে আশা যাওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিনিয়ে জন বহুল ব্যস্ততম পাকা সড়কের রাস্তা পারাপার হয়ে বিদ্যালয়ে যাওয়া আশা করছে কোমল মতি শিশু শিক্ষার্থীরা। ওই স্কুলের ছাত্র-ছাত্রীর অবিভাবক শফিকুল, নজরূল সহ নাম প্রকাশে অনি”ছুক একাধিক অবিভাবক অভিযোগ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষাক ও শিক্ষা অফিসের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে এই সুনাম ধন্য স্কুলটি প্রাচীরের অভাবে খোলামেলা ভাবে পরে আছে। স্কুলের সামনে প্রতি মঙ্গলবার যাদুরানীর হাট বসে এবং হাটে বিভিন্ন ধরনের শতশত যানবাহন সহ লক্ষাধীক মানুষের সমাগম ঘটে। স্কুলের প্রাচীর না থাকায় হাটের দিন ভোর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুলের সামনে ফাঁকা মাঠে মোটর সাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন অবস্থান করে। এতে স্কুলের পাঠদানের পরিবেশ নষ্ট হয় এবং ছেলে মেয়েদের নিয়ে আমরা দুশ্চিতায় আর আতস্কের মধ্যে রয়েছি। অতি জরুরী ভাবে স্কুলটির প্রাচী নিমার্ণের ব্যন গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট দাবী করেছেন ছেন তাঁরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক বলেন স্কুলের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা প্রথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান সাগর বলেন ওই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট একাধিক বার আবেদন করা হয়েছে কিন্ত কি কারণে হচ্ছে না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন