গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

58
সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা
print news

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছে।

বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম যাচাই-বাছাই ছাড়া ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ইতোমধ্যে জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে জানিয়েছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই দলের নির্দেশে আমি এ মামলা করেছি।”

জানা গেছে, ৭ আগস্ট রাত ৯টা ৫৫ মিনিটে সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। পরদিন সকালে তিনি পোস্টটি সম্পাদনা করে ‘চাঁদাবাজ’ শব্দটি বাদ দিয়ে ‘ছিনতাইকারী’ লেখেন।

প্রথমে মামলার আবেদনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকলেও পরে বাদী জানান, আইনজীবীর সঙ্গে আলোচনার পর তিনি এজাহারে ‘অপূরণীয় ক্ষতি’র কথা উল্লেখ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জিংক ধান সম্প্রসারণে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন