হরিপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান

20
হরিপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান
print news

জহরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও প্রবীণ দুই সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় হরিপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হরিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন চৌধুরীর সভাপতিত্বে রজত জয়ন্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এছাড়া সহ-সভাপতি ইউসুফ আলী, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা, যেমন সুজন জহুরুল ইসলাম জীবন, রাগিব আহসান রাজু, ওয়াশিম, বকতুল্লাহ, নফিলউদ্দীন সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শফিকুল আলম চৌধুরী সুজা এবং প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুর রশিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে কুলিক নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
পরবর্তী নিবন্ধহরিপুরে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন