শেখ হাসিনার সরকার টিকে থাকার জন্য নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে: মির্জা ফখরুল

30
মির্জা ফখরুল
print news

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। তার ভাষায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের সেবক না হয়ে, শাসকের ভূমিকায় মানুষ হত্যা করেছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী দারুল ইহসান মাদ্রাসা মাঠে ‘নারকীয় আশুলিয়া’ ব্যানারে আয়োজিত ঢাকা জেলা বিএনপির জনসভায় এসব মন্তব্য করেন তিনি।

গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের সম্মানার্থে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আজকের এই সভায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের বিচার চাওয়ার আহ্বানই এখন জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে। ভারতের ছায়ায় আশ্রয় নিয়ে শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, যার প্রমাণ গোপালগঞ্জে দেখা গেছে।”

তিনি আরও দাবি করেন, “গত ১৫ বছর ধরে দেশের জনগণের উপর একনাগাড়ে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে এই সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কায়দায় আশুলিয়ায় মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।”

দেশকে পুনরায় গঠনের লক্ষ্যে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, “২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে।”

আহত ও নিহতদের পরিবারের অবস্থা তুলে ধরে তিনি বলেন, “যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা আজও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত। সরকারের উচিত প্রশাসনিকভাবে তাদের পাশে দাঁড়ানো।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআশুগঞ্জে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ
পরবর্তী নিবন্ধহরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা: বাল্যবিবাহ ও মাদক নির্মূলে গুরুত্বারোপ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন