বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

49
লাশ
print news

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে এক নারী ও শিশুসহ চারজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে পৃথক দুটি স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ রানা জানান, উদ্ধারকৃতদের মধ্যে তিন বছরের একটি শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রথমে সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকা থেকে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি সালোয়ার-কামিজ। এর এক ঘণ্টা পর একই স্থান থেকে পাওয়া যায় তিন বছর বয়সী একটি ছেলের মরদেহ, যার গলায় ছিল ওড়না প্যাঁচানো।

এরপর রাত সাড়ে ৭টার দিকে জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের পাশে নদী থেকে উদ্ধার করা হয় আরও দুটি মরদেহ। এর মধ্যে একজন আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষ এবং অপরজন ৩০ বছর বয়সী নারী। পুরুষটির পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট এবং নারীর পরনে ছাই রঙের গেঞ্জি ও লাল সালোয়ার ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, নিহত চারজনের মধ্যে মা-ছেলের মরদেহ উদ্ধার হয়েছে মীরেরবাগ এলাকা থেকে এবং অপর নারী ও পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে জিনজিরা এলাকা থেকে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নৌ-পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ(ডাকসু) নির্বাচন ঘিরে ফেসবুক পোস্টের জেরে ব্রাহ্মণবাড়িয়ার ওসি মোজাফফর প্রত্যাহার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন