
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে সাহিরুল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে মৃত্যু হয় তার।
মৃত সাহিরুল উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের দস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রফিক গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় তাকে বিষাক্ত সাপে কামড়ায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে স্বজনরা তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে মৃত্যু হয় তার।