গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সিসিটিভি ফুটেজে শনাক্ত স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেপ্তার

21
সাংবাদিক তুহিন হত্যা
print news

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে পৃথক অভিযান শেষে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন ও আল–আমিন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ তাদের উপস্থিতি ফুটেজে ধরা পড়েছে।

পুলিশ জানায়, ফয়সাল ছিলেন হামলার প্রধান সন্দেহভাজন, তার স্ত্রী গোলাপি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্বাধীন ও আল আমিনও ওই সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

ঘটনার দিন তুহিন একজন ছিনতাইকারীর অন্য এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করার ভিডিও করছিলেন। এ সময় ছিনতাইকারীরা তুহিনকে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনার পর থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধআশুগঞ্জে এনসিপির সংবাদ সম্মেলন এসি ল্যান্ডের প্রত্যাহারের দাবি
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা ও মাদকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন