হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা যায়, গত মঙ্গলবার ভোরে হরিপুর সীমান্তের ৩৫৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। তারা হলেন হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের নিখিল চন্দ্র রায়ের ছেলে সুভাষ চন্দ্র রায় (২১), আদখানা গ্রামের শুক্র রামের ছেলে বিজয় কুমার (৩১), রহমতপুর গ্রামের পরা সিং এর ছেলে কাঠাম রায় (৩২), রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের চৈতুরামের ছেলে প্রশান্ত রায় (১৯) এবং কুমরিয়া গ্রামের নিবাস চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (২৫)।
পরদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সীমান্তের দনগাঁও এলাকায় ৫০ ব্যাটালিয়নের হরিপুর বিওপি এবং ভারতের মালদা খণ্ড বিএসএফের ৮৭ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটককৃত পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি হস্তান্তরের পর দুপুরে আটককৃতদের হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।












