হরিপুরে লিভার রোগে ভোগা ব্যক্তির আত্মহত্যা

25
আত্মহত্যা
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সিগেন রায় (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিগেন রায় তার বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রডে দড়ি বেঁধে গলায় ফাঁস দেন। তার মরদেহ সেখান থেকেই উদ্ধার করা হয়। মৃত সিগেন রায় ওই গ্রামের মৃত মনিরামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। মানসিক অবসাদ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধহরিপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন