হরিপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

61
মাদকাসক্ত
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেন (৩০) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দেহট্র গ্রামে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেন একই গ্রামের তোসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনোয়ার মাদকাসক্ত অবস্থায় পারিবারিক সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে অশোভন আচরণ করেন এবং এলাকায় শান্তি বিনষ্ট করেন। ঘটনার পর বুধবার সকালে তার মা হরিপুর থানায় অভিযোগ করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর আসামি আনোয়ার হোসেনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে লিভার রোগে ভোগা ব্যক্তির আত্মহত্যা
পরবর্তী নিবন্ধহরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন